রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

শেরার করুন

স্টাফ রিপোর্টার।

রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন এর আয়োজনে নগরীর নিউ সুমি রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আহবায়ক মেহেদী হাসান মুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কুরআান শরিফ তেলাওয়াত করেন মিডিয়া সেল এর সদস্য সচিব,এবং
মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখার আহবায়ক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, এবি পার্টির রংপুর মহানগর এর সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবার রহমান মাহবুব, রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এমএ রউফ খান, পেশাজীবী থানা-২ বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর এর আমীর গোলাম মোস্তফা।অনুষ্ঠানের বক্তব্য রাখেন ইউনিয়নের সদস্য সচিব এসএম লিটন, জৈষ্ঠ যুগ্ন আহবায়ক ও দৈনিক দাবানল এর বার্তা সম্পাদক গোলাম মোস্তফা জয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সিনিয়র সাংবাদিক আবু আসলাম, সেবা প্যাথলজিক্যাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার এর আইটি ম্যানেজার মোকলেছুর রহমান, ইউনিয়নের জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক রুস্তম আলী সরকার, রায়হান শরীফ, হাফিজুর রহমান মানিক, যুগ্ন আহবায়ক নূর আলম নূর, মোশারফ হোসেন, জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিব আব্দুল মাবুদ, মিজানুর রহমান মিজান, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, বেলায়েত হোসেন বাবু, তাহমিদ আনোয়ার দিগন্ত, নাজিম ইসলাম প্রমুখ। মাহফিলে লাইলাতুলকদর নিয়ে আলোচনা করেন বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসার উপাধাক্ষ্য মাওলানা সাইফুল ইসলাম। শেষে দেশ ও জাতির সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ ইফতার মাহফিলে যোগ দেন।