রংপুর সুখ তুলি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় “পু্স্পা”।

শেরার করুন

স্টাফ রিপোর্টার


আব্দুল মাবুদ রংপুর।

গতকাল ২১ নভেম্বর রোজ শুক্রবার রংপুর টাউন হল মাঠে   সুখতুলি শিল্পীগোষ্ঠীর পরিবেশনায়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি জাকজমাট ভাবে পালিত করেন,
রংপুর  সুখতুলি পরিবার।আর এই অনুষ্ঠান টি হয় সুখতুলি গোষ্ঠী  প্রিতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে২০২৪।

অনুষ্ঠান চলাকালিন সময়ে শিল্পীদের গানে মুখরিত করে রংপুর টাউন হল মাঠের দর্ষকদের,গান,নাচের তালে মেতে উঠেছিল,রংপুর টাউন হলের হাজারো দষক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর এনডিসি,কমিশনার মোঃশহিদুল ইসলাম।তাকে স্বাগত বক্তব্য দিতে অনুরোধ করেন সাংবাদিক, কবি শাহাজাহান আলী।

কমিশানার সাহেব তার বক্তব্যে বলেন বর্তমান যুব সমাজকে মাদকদ্রব্য হতে বিরত থাকতে হলে অপসাংস্কৃতি কে চর্চা না করে,  প্রকৃত সাংস্কৃতি চর্চা করতে হবে।
এবং যুব সমাজকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি তার বক্তব্যে সুখতুলি পরিবারকে ধন্যবাদ দিয়ে তার বক্তৃতা শেষ করেন। পরে আবার ও চলে সুখতুলি পরিবেশনা “পুস্পা” ২০০২৪।