
মনিরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি দৈনিক বৈষম্য মুক্ত
অদ্য ২৩/০২/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক লালমনিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড তালুকখুটামারা মৌজাস্থ তালুকখুটামারা বটতলা বাজারে সালমান টেলিকম নামীয় দোকানের সামনে মোগলহাট টু জেলা পরিষদ গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মো: ফারুক মিয়া ২। মো: আকাশ আলীদ্বয়কে একটি টাটা কোম্পানির সবুজ ও হলুদ রঙের কাভার্ড ভ্যানের পিছনের ডালার ছাদের সামনের অংশে প্লেনসিট দিয়ে বিশেষ ভাবে নির্মিত হুড এর ভিতর হতে ১০ ( দশ) কেজি গাজাসহ উদ্ধারসহ ০২(দুই) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।