
,, দৈনিক বৈষম্য মুক্ত
মোঃ আবুল কালাম প্রতিনিধি গাজীপুর সদর l
শবে কদর, ইসলাম ধর্মের একটি মহামান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত, কোরআন ও হাদিসে এই রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা রয়েছে, এটি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর, ( ২১, ২৩, ২৫, ২৭, ও ২৯,) মধ্য বলে মনে করা হয়,। তবে অধিকাংশ ইসলামিক বিশেষজ্ঞদের মতে, এটি রমজানের ২৭ তম রাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
,,শবে কদরের ফজিলতা ও তাৎপর্য, সূরা আল কদর, সুরায় রাতটির মর্যাদা, আল্লাহ তাআলা সূরা আল কদরে কদর সম্পর্কে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আমি শবে কদরের রাতে কোরআন নাজিল করেছি, আপনি কি জানেন শবে কদর কি, শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা উত্তম,( সূরা আল কদর :১-৩)
,, সে রাতে ফেরেশতারা অবতরণ করেন, শবে কদরের ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন, এবং শান্তি ও রহমত বর্ষণ করেন, সে রাতে ফেরেশতারা ও রুহ (জিব্রাইল আ:) অবতীর্ণ হন, তাদের প্রতিপালকের অনুমতিক্রমে সব বিষয়ে, (সূরা আল কদর :৪)
,,গুনাহ মাফের বিশেষ সুযোগ,রাসুল সাঃ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদর রাত্রে ইবাদত করবে, তার পরবর্তী সব গুনাহ মাফ করে দেয়া হবে, (সহি বুখারী )
,,সালামত ও শান্তির রাত, শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এ রাত্রি শান্তি ও কল্যাণ পূর্ণ ফজর পর্যন্ত, (সূরা আল কদর আয়াত ৫ )
,,শবে কদরের রাতে আমল সমূহ বেশি যত বেশি সম্ভব নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তা নিয়ে চিন্তাভাবনা করা, দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম শিখিয়েছেন, শবে কদরের জন্য একটি বিশেষ দোয়া,
,,আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল তুহিব্বুল আফওয়া ফা ফু আন্নি,,
(অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, আমাকে ক্ষমা কর)- (তিরমিজি )
জিকির ও তাজবি পড়া, আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে চিন্তা ভাবনা করা, তওবা ইস্তেগফার করা, নিজের বোনের জন্য আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে অনুতপ্ত হয়া,মন থেকে প্রার্থনা করা।
,, শবে কদরের তাৎপর্য,এই রাতে আল্লাহ তা’আলা কুরআন অবতীর্ণ করেন, এই রাতে হাজার মাসের (প্রায় ৮৩ হাজার ৪ মাস ) ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, এ রাতে মমিন মুসলমানের
গুনাহ মাফ হয়, এবং তাকওয়া অর্জনের সুযোগ মিলে, ফেরেশতারা শান্তি ও রহমত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন আল্লাহ তায়ালার অনুমতি ক্রমে।
,,শবে কদর, মুমিন মুসলমানদের জন্য,আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমতের রাত, এই রাতে,ইবাদতে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে,পরকালের সাফল্য লাভ করা সম্ভব।।