
দৈনিক বৈষম্য মুক্ত মোঃ আবুল কালাম প্রতিনিধি গাজীপুর সদর।
,, ঈদ যাত্রার ভোগান্তি, ঈদকে সামনে রেখে ঘরে ফেরা একটি বার্ষিক চিত্র, বিশেষ করে বাংলাদেশে ঈদুল ফিতরের ঈদুল আযহার আগে গ্রামমুখী মানুষের ঢল নেমে আসে, রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলো থেকে লাখো মানুষ পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি ফেরে। ফলে বাস, ট্রেন ওলঞ্চ টার্মিনাল গুলোতে ভিড় লেগে যায়।
ঈদের আগের দিনগুলোতে বাস ট্রেন লঞ্চ গুলো টিকেট পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়, অনেক সময় আগাম টিকিট তারিখ ঘোষণার পরপরই দীর্ঘ লাইন পড়ে যায়। কালোবাজারি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠে আসে।
,, অনেক সময় অতিরিক্ত যাত্রী চাপ, এবং যানজটের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, বিশেষ করে ঢাকা -চট্টগ্রাম ঢাকা, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের মাত্রা বেশি থাকে, নৌপথে অতিরিক্ত যাত্রী বোঝায়ের কারনে দুর্ঘটনার ঝুঁকি থাকে।
,,ঈদের নিরাপত্তা ব্যবস্থা, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, রেলস্টেশন টার্মিনাল গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়, সেই সঙ্গে ট্রেনও বাঁসে অতিরিক্ত যাত্রী রোধে পরিবহন অভিযান পরিচালিত করা হয়েছে।
,, ঈদ যাত্রার ভোগান্তির আনন্দ, যাত্রা যতই কষ্টকর হোক না কেন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দের কাছে সেই কষ্ট যেন তুচ্ছ হয়ে যায়, একদিনের জন্য হলেও গ্রামের বাড়িতে বাবা-মা, ভাই বোনের সঙ্গে ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করার তাগিদে মানুষ সব ভোগান্তি সহ্য করে ঘরে ফিরে।
,, চন্দ্রা ত্রিমোর গাজীপুর, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের স্রোত বৃদ্ধি পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা ত্রিমোড় এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। গতকাল বিকেলে এই এলাকায় থেমে থেমে যানজট দেখা যায়, যা রাতভর অব্যাহত ছিল।
,, যাত্রীদের অতিরিক্ত ভিড়, এবং বাসের অতিরিক্ত ভাড়ার কারণে, ভোগান্তি চরমে পৌঁছেছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে গাজীপুর ট্রাফিক পুলিশ, মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে, এবং যানজট নিরেশনে সর্বোচ্চ চেষ্টা করছে।
,, এদিকে, চন্দ্রা ত্রিমো এলাকায় ঈদ যাত্রা নির্বিঘ্ন কমাতে, হাওয়ায়ে পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, মহা সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, নিয়মিত টহল জোরদার করা হয়েছে,
,, যাত্রীদের অনুরোধ, ভাড়া নিয়ন্ত্রণ ও যানজট নিরাসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া উচিত, ঈদে যাত্রা এই ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করেছেন ভুক্তভোগীরা।