শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯-এ ফোন, দেরি করার পুলিশের মাথা ফাটাল দোকানদার।

শেরার করুন

মীর আমিনুল ইসলাম বুলবুল :

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানদার। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকদার কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো: আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত দোকানি মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় শৈলাট বাজারে মুদি দোকানদার।

মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাসমতউল্লাহ বাবুল জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নম্বর দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদিদোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানদার পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলরাও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানদার মেনন কে আটক করে। এ ঘটনায় মোদি দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন জাতীয় জরুরী সেবা , ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদে পুলিশের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেরিতে পৌঁছার অভিযোগ সঠিক নয়।