নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ক্যাম্পাসের বাসযোগে যাত্রা শুরু করে তারা। এ সময় তারা প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকেও ফান্ড কালেকশন করা হয়। এছাড়া স্থানীয় এলাকার মানুষেরা নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছেন।
পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্যাকেটিং শুরু করে। টানা তিন দিনের কর্মযজ্ঞের পর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসযোগে ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করেন শিক্ষার্থীরা৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েক দিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে৷ তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছে। এছাড়া স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। আমরা ইতোমধ্যে এক হাজারের বেশি বন্যার্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছি। এরপর বানভাসি মানুষের পুনর্বাসনের জন্যও আমরা আমাদের জায়গা থেকে যথাযথ চেষ্টা করব।
সহস্রাধিক বন্যার্ত পরিবারের পাশে ইবি শিক্ষার্থীরা
শেরার করুন
নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ক্যাম্পাসের বাসযোগে যাত্রা শুরু করে তারা। এ সময় তারা প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকেও ফান্ড কালেকশন করা হয়। এছাড়া স্থানীয় এলাকার মানুষেরা নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছেন।
পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্যাকেটিং শুরু করে। টানা তিন দিনের কর্মযজ্ঞের পর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসযোগে ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করেন শিক্ষার্থীরা৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, আমাদের শিক্ষার্থীরা বিগত কয়েক দিন ধরে দিনরাত পরিশ্রম করে আসছে৷ তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করেছে। এছাড়া স্থানীয় এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠিয়েছেন। আমরা ইতোমধ্যে এক হাজারের বেশি বন্যার্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছি। এরপর বানভাসি মানুষের পুনর্বাসনের জন্যও আমরা আমাদের জায়গা থেকে যথাযথ চেষ্টা করব।
বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন।
আদমদীঘি উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ বাইসাইকেল বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করেন মান্যবর জেলা প্রশাসক মহোদয়।
রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সদস্যদের নিয়ে নির্বাচন কমিশনের একমত বিনিময় সভা ১৯/০৪/২০২৫ শনিবার, বিকাল ৩ঃ৩০ মিনিটে ইউনিয়ন কার্যালয়ে আহ্বান করা হয়েছে।
ঢাকা আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক “
নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার পলাশবাড়ীতে এক প্রক্সি পরীক্ষার্থী আটক
টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা জব্দ আটক ০১।
টেকনাফে আরকান আর্মির কাছ থেকে ৫৫ জেলেকে ফেরত আনলো বিজিবি।
টেকনাফ পৌরসভা প্রশাসনিক ভবন স্থানান্তর: কার স্বার্থে? কেন এই উদ্যোগ?
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুরুজ ঢাকায় গ্রেপ্তার।
ঢাকায় নাশকতার পরিকল্পনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা।