সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি দিতে গিয়ে ঘটলো অপ্রত্যাশিত ঘটনা

শেরার করুন

বগুড়া প্রতিনিধ

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কুচক্রী মহলের আঁতাতে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে প্রায় ২০ ঘণ্টা থানায় আটকে রেখে তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগ এনে মামলা দায়ের এবং পরবর্তীতে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ জনগণ এই গ্রেফতারকে অবিচার ও বাকস্বাধীনতার ওপর হামলা আখ্যা দিয়েছেন।

বুধবার সকালে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে বগুড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সাংবাদিক ওয়াহেদ ফকিরকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই মিথ্যা মামলা এবং গ্রেফতার।”

মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বগুড়া জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সুপারের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং কিছু কর্মকর্তার সাথে বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে।

সাংবাদিক নেতারা বলছেন, “এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে ওয়াহেদ ফকিরের মুক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির দীর্ঘদিন ধরে বগুড়া অঞ্চলে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা করে আসছেন।