সাগরে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ চার ঘন্টা পর উদ্ধার

শেরার করুন

 

মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের চার ঘন্টা পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের চার ঘন্টা পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম।

মৃতদেহ উদ্ধার স্কুলছাত্র মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে ,সে কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

মো. মাসুদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯ টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইন সহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে সাগরে গোসলে নামেন,এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়,এসময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মিরা তাদের উদ্ধারে নামেন, এতে দুইজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন ভেসে যায়।

পুলিশ সুপার বলেন, স্কুলছাত্র নিখোঁজের পর থেকে সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচকর্মি ও লাইফগার্ড কর্মিরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সৈকতে সমিতি পাড়া পয়েন্ট সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রের মৃতদেহটি নিজের বাড়ীতে রয়েছে বলে জানান মাসুদুল ইসলাম।