হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক বর্ষা কৈরী

শেরার করুন

সারাদেশে সংখ্যালগুদের ওপর নির্যাতনের মধ্যে গত ১২ আগস্ট সন্ধ্যায় শ্যামলীতে হামলার শিকার হয়েছেন সংবাদকর্মী বর্ষা কৈরী। জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের নানা জায়গায় মব সৃষ্টি করে নির্যাতনের ঘটনা ঘটছে। নির্যাতনের শিকার হচ্ছেন ধর্মী সংখ্যালঘু সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়সহ ও বৌদ্ধরা।

এর ধারাবিহতকায় ১২ আগস্ট সাংবাদিক বর্ষা কৈরীকে হামলা করা হয়। তবে পথচারীরা এগিয়ে আসলে সে কোনো রকমে বেঁচে যান। সামান্য আহত হলেও গুরুতর কিছু ঘটেনি। বর্ষা কৈরী জুলাই আন্দোলনের ও গণজাগরণ মঞ্চের একজন সক্রীয় কর্মী ছিলেন।

জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে চলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা শুরু হয়। জুলাই আন্দোলনের সময় থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে থানার কার্যক্রম। মব তৈরি করে পুলিশসহ সাধারণ মানুষও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

বর্ষা কৈরী জানান, ১২ই আগস্ট চারজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ঢাকার শ্যামলী এলাকায় সন্ধ্যা ৬টার দিকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বর্ষা কৈরী শ্যামলী এলাকার অস্থায়ী বাসিন্দা। তিনি আরও জানান অজ্ঞাতনামা ওই ব্যক্তিরা আমাকে হুমকি দিয়ে বলেন শালিন পোশাক না পরলে প্রাণে মেরে ফেলবে, পরিবারসহ সবাইকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। থানার কার্যক্রম বন্ধ থাকায় ডিজি পর্যন্ত করা সম্ভব হয়নি। আগেও বেশ কয়েক বছর ধরে তাকে হুমকি দেওয়া হয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার কারণে। বর্ষা আরও জানান, আমি ট্রমার মধ্যে আছি, কখন তারা আবার আক্রমণ করে।