
Md Abul Kalam Dbm:
২০১৭ সালের কথা। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ও হান্টিংডনের মধ্যকার সড়কের উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুড়ির সময় একটি প্রাচীন দেহাবশেষ পাওয়া যায়।
শুরুতে প্রত্নতাত্ত্বিকরা ভেবেছিলেন, এটি হয়তো স্থানীয় সাধারণ কোনো মানুষের মরদেহ, যা সময়ের আবর্তনে ফসিলে রূপান্তরিত হয়েছে।
ওই দেহাবশেষের বয়স আন্দাজ করা যায়নি তখনো।
কিন্তু, গবেষণায় দেখা গেলো, ক্যামব্রিজশায়ারে পাওয়া কঙ্কালটি ২০০০ বছরের পুরনো এবং এটি সারমাশিয়ান নামে এক যাযাবর জাতিগোষ্ঠীর পুরুষের কঙ্কাল।
এ তথ্য তখন রীতিমত দ্বিধায় ফেলে দেয় গবেষকদের।
কারণ, সারমাশিয়ানরা ছিলো পারস্য ভাষাভাষী জনগোষ্ঠী। যাদের বসবাস ছিলো রোমান সাম্রাজ্যের আরেক প্রান্ত বর্তমান রাশিয়ার দক্ষিণাঞ্চলে।
অশ্বারোহী এবং যোদ্ধা হিসেবে খ্যাতি ছিলো তাদের।
আজ থেকে দুই হাজার বছর আগে এখনকার রাশিয়ার দক্ষিণাঞ্চলে জন্ম নেয়া এক যুবক কীভাবে দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব পাড়ি দিয়ে এখনকার ইংল্যান্ডে পৌঁছেছিলেন – এ এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছিলো গবেষকদের সামনে।
আর সে প্রশ্নের উত্তর তারা খুঁজেছেন দক্ষ গোয়েন্দার মত।
সম্প্রতি কারেন্ট বায়োলজি জার্নালে তাদের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ নিয়ে চমকপ্রদ সব তথ্য।
আরো পড়তে পারেন