ডেক্স রিপোর্ট
২০২৩-২৪ অর্থবছর এ খাতে রেকর্ড ৫৪ শতাংশ ব্যয় বেড়েছে।
চাহিদা বিবেচনা না করে গত এক দশক ধরে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এতে সরকারি, বেসরকারি ও আমদানি মিলিয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। যদিও সক্ষমতার অর্ধেকও উৎপাদন করা হচ্ছে না। ডলার সংকটে জ্বালানি আমদানি করতে না পারায় এসব কেন্দ্র বছরের বেশিরভাগ সময় বসে থাকে। ফলে বসিয়ে রেখেই মোটা অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সংস্থাটির তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছর এ খাতে রেকর্ড ৫৪ শতাংশ ব্যয় বেড়েছে। বর্তমানে বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত ভর্তুকির বড় অংশই চলে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধে। ফলে বিদ্যুৎ খাতে সরকারের বরাদ্দকৃত ভর্তুকির সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। একদিকে বিদ্যুতের দাম বাড়ছে, অন্যদিকে পিডিবির লোকসানও বেড়েই চলেছে।