
- ডেক্স রিপোর্ট
- বাংলাদেশের সংবিধান রচনা নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ৭২–এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবার। শনিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান স্বাধীন সার্বভৌম এই দেশের মাটিতেই রচনা করা হয়েছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে সংবিধান বিল গণপরিষদে পাস হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। সংবিধান প্রণয়ন কমিটির মধ্যে এখনো ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর–উল ইসলাম, অধ্যাপক আবু সৈয়দ ও আবদুল মুত্তাকিম চৌধুরী জীবিত আছেন।
প্রসঙ্গত, এর আগে সংবিধান সংস্কার হবে, না কি পুনর্লিখন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, ‘যে সংবিধানটি রচিত হয়েছিল, সেটা ভারতে বসেই হয়েছিল।’