
মুসলেহ উদ্দিন
প্রতিনিধি কক্সবাজার জেলা।
কক্সবাজারের উখিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
কক্সবাজারের উখিয়ায় গাছের সাথে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছে তবে নিহতের নাম ও পরিচয়নিশ্চিত করতে না পারলেও আনুমানিক বয়স ২৯ থেকে ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর)ভোর সাড়ে ৫টায় শহীদ এটিএমজাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাঁশিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের শাহপরী ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল।
স্থানীয়দের বরাতে মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উখিয়া উপজেলার কাঁশির বিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণহারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে।এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়েদুমড়ে মুচড়ে যায় ,এ ঘটনায় আহত গাড়ির চালককেস্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, চালক গাড়ী চালানোরসময় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ
হারিয়েফেলায় এ দুর্ঘটনা ঘটে, নিহতের পরিচয়নিশ্চিতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলাসদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলেজানান তিনি।