অবৈধ সম্পত্তির অভিযোগের সত্যতা পেয়েছে নবীগঞ্জের রাহেলের শ্বশুরের উপর!!

শেরার করুন

 

বাদল আহমেদ বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ!!

সাবেক পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাবুদ্দিনও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক) গোয়েন্দা ইউনিট অনুসন্ধানে মন্ত্রীর ঘনিষ্ঠ দুইজনের নামও সামনে এসেছে! এদিকে শ্বশুর মন্ত্রীর প্রভাব কাটিয়ে নবীগঞ্জ উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন এই মন্ত্রী জামাতা রাহেল চৌধুরী। স্বৈরাচার সরকার থাকাকালীন বিভিন্ন সময় উনার ক্যাডার বাহিনী কে দিয়ে বাসা বাড়ি স্ট্যান্ড সহ বিভিন্ন অপকর্ম করে আসছে এই যুবলীগ নেতা ও মন্ত্রী জামাতা রাহেল, উনার জন্তনায় অতিষ্ঠ ছিলো নবীগঞ্জ শহরের মানুষ , উনার বিরুদ্ধে গেলে উনি যে কেউর প্রানহানী করতে দিদ্বা করতেন না, গত পৌরসভা নির্বাচনে উনার বিরোধী প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর একজন সমর্থন কে চুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়, তখন সেই সমর্থকের ভাগ্য ভালো থাকাতে বেচে যায়, শুধু তাই নয়! এই মন্ত্রী জামাতা, শ্বশুর এর প্রভাব কাটিয়ে উনার আপন চাচাতো ভাই বিএনপির নেতা মিনাল আহমেদ চৌধুরীকে ও অনেক বার প্রানে মারার চেষ্টা চালায় এবং উনার ভাগ্য সহায় থাকাতে উনি ও বেচে যান, শুধু তাই নয়, কয়েকমাস আগে এই মন্ত্রীর জামাতার একজন কাছের কর্মী উনার অন্যায়ের প্রতিবাদ করাতে, তার ক্যাডার বাহিনী কে দিয়ে থাকে মৃতপথ যাত্রী করে রেখেছেন এই যুবলীগ নেতা ও মন্ত্রী জামাতা রাহেল, নবীগঞ্জ শহরে যতসব সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়, তার অধিকাংশ হয় এই মন্ত্রী জামাতার ছত্রছায়ায়, গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামিলীগ সরকারের প্রধান দেশ ছেড়ে পালালে, তখন এই মন্ত্রীর জামাতা রাহেল ও দেশ ছেড়ে পালায়, এদিকে নিপীড়িত নির্যাতিত নবীগঞ্জবাসীর দাবী এই সন্ত্রাসীর গড ফাদার যুবলীগ নেতা ও মন্ত্রীর জামাতাকে দেশে এনে তদন্তের মাধ্যেমে বিচারের কাঠগড়ায় দাড় করানো হোক!!