অধ্যাপক মোঃ শামসুল আলমের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টেকনাফ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

শেরার করুন

ডেক্স রিপোর্ট

টেকনাফ সরকারি কলেজ স্বনামধন্য অধ্যাপক শামসুল আলমের নির্মম হত্যাকাণ্ডের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেন টেকনাফ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ।

সাধারণ শিক্ষার্থীরা বলেন ৩১-১০- ২০১৪ সালে দ্বিবালোকে প্রকাশ্যে টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক শামসুল আলমকে সন্ত্রাসী বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে।
অধ্যাপক শামসুল আলমের স্ত্রী বলেন ৩১-১০-২০১৪ সালে আমার স্বামীকে বাড়িতে ডেকে এনে প্রকাশ্যে সাক্ষীদের সামনে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনীরা।

এ ব্যাপারে আমি বাদি হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করি
আজ ১০ বছর পেরিয়ে গেলেও আমার স্বামীর হত্যাকাণ্ডের বিচার হয়নি ,
অধ্যাপক শামসুল আলমের স্ত্রী জানান
সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন মহল এখনো চুপ ।
আমি ও সকল সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচারের দাবি জানাচ্ছি।

খুনিরা হলেন: এজাহারভুক্ত আসামি আব্দুল মালেক,মহি উদ্দিন, জালাল উদ্দিন, আবুল কাশেম, জাহেদ হোসেন, সাইফুল, জয়নাল আবেদীন,আয়ুব উদ্দিনসহ সকল আসামিদের অভিযুক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, টেকনাফ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।