বিশুদ্ধ বিকেলের চোখে

শেরার করুন

মিছিল
মহিউদ্দিন মুকুল
বিশুদ্ধ বিকেলের চোখে,
বিভাজিত আলোর দ্বীখন্ডিত ভাজ।
সন্ধ্যার তীব্রতায় মেতে ওঠে,
অন্ধকারের অগ্নি শিখর।
চাঁদের হাসি মুহুর্তেই মিলে যায়,
হাজার চোখের অসংখ্য নেশায়।
নেশায় বুদ বিভৎস পেশা,
কখন যেন হয়ে যায় নির্ঘুম রাত।
চারিদিকে সব শূন্যতার,
দিঘল কালো মেঘ।
প্লাবনে অথৈ পানি,
ভূমিহীন এর চোখে মৃত্যুর প্রহর।
কিছুদিন না হয় কিছুকাল,
বৈভবে ফিরবে বসন্ত সকাল।
জলের ঢেউ আর ঝিরিঝিরি বাতাস,
মুগ্ধতায় চোখ অনাদি অনন্তকাল।
হয়তো আমি না হয় তুমি,
ছুঁয়ে দেখা সেই সকাল।
বিনা তারে বেজে ওঠা সুর,
আঙ্গুলি উচিয়ে জ্বেলে দেবে নতুন কোন পুর।
নতুন কোন প্লাবন,
অথবা নতুন কোন নাম।
স্লোগানে স্লোগান মিছিলের প্রাণ,
শব্দের হাসি বিদ্রুপের ঘ্রাণ।
রাজপথে দাঁড়ানো দীর্ঘ লাইন,
শেষ হয় দীর্ঘ শ্বাসে।
নতুন দিগন্তের অপেক্ষায়,
আর একটা নীল আকাশ চাই এমন বিশ্বাসে।