
জাকির হোসেন
স্টাফ রিপোর্টার, ঢাকা
ফুটবলে আর্জেন্টিনার সুসময় চলছে। একের পর এক আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে দলটি। সেই সফল্য ধরা দিচ্ছে বছর শেষে ব্যক্তিগত পুরস্কার নির্বাচনের ক্ষেত্রেও। এবার ফিফার দ্য বেস্ট অ্যাওয়াডে বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।
অন্যদিকে দলটির তরুণ ফুটবলার আলেহান্দ্রো গারনাচো জিতেছেন সেরা গোলের পুরস্কার। ব্যালন ডি’অর না জিতলেও ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয়।
কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি মার্তিনেজ। তবে এক বছর বিরতির পর ফের কোপা জয়ে অবদান রেখে পুরস্কারটি হাতে তুলেছেন মার্তিনেজ। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা আর্জেন্টিনা তরুন গারনাচো জিতেছেন সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইতালির সাবেক ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো।
পুসকাস অ্যাওয়ার্ড পাওয়া গারনাচো রেকর্ড করা ভিডিও বক্তব্যে বলেছেন, ‘গোলটি বিশেষ ছিল এবং এটা আমি সব সময় মনে রাখব।’ ওভার হেড কিকে গোলটি তিনি করেছিলেন ইউনাইটেডের জার্সিতে। তবে সবকিছুর জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন গারনাচো।
একই দিনে অনুষ্ঠানের শেষভাগে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস। ব্যালন ডি’অরের মতো এখানেও তার সঙ্গে লড়াইয়ে ছিলেন রুদি। তবে এবার হাসিটা হেসেছেন ভিনিই। ব্যালন ডি’অর না পাওয়ার দুঃখ এতে কিছুটা হলেও ঘুচল তার।
এ পুরস্কার জিততে গত মৌসুমে রিয়ালের হয়ে তিনি ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।