রংপুর মহানগর তাজহাট থানা এলাকা হতে ১৪০ বোতল ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শেরার করুন

 

স্টাফ রিপোর্টার।

‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ১৪/০২/২০২৫ তারিখ আনুমানিক সকাল ০৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর তাজহাট থানাধীন ১৫নং ওয়ার্ডের দর্শনা মোড়স্থ জনৈক রায়হান ফ্যাশন হাউজের সামনে দর্শনা টু লালবাগ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১টি ব্যাটারী চালিত অটো তল্লাশী করে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শুকুর আলী(৪০), পিতা-বখতার আলী, সাং-মনমিয়া ৮নং ওয়ার্ড, ২। আলিমুল হোসেন(২০), পিতা-মুকবুল হোসেন, উভয় থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুরদ্বয়কে গ্রেফতার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Mabud Rongpur, [2/14/2025 12:31 PM]