নওগাঁ নিয়ামতপুরে রাতের আধারে বসত বাড়িতে আগুন

শেরার করুন

এস আর সাকিল-নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি   :

নওগাঁ নিয়ামতপুরে বসত বাড়িতে রাতের আঁধারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাুপুর খড়িবাড়ি (ডাঙ্গাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটায় দুষ্কৃতকারীরা।

অভিযোগ ও ভুক্তভুগি সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর খড়িবাড়ি (ডাঙ্গাপাড়া)  গ্রামে রাতের আধারে সুরুজ্জান বেগমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে সবকিছু পড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা।
এদের ভিতরে রাজ্জাক পিতা,মৃত-লিয়াকত,লতিফ,পিতা-মৃত হানিফ,হামিদুল,পিতা- মৃত মফিজ,মাসুদ,পিতা-রাজ্জাক,জালাল,রাশেল,হাবিব,মান্নান,গনি,সামিউল,নুর ইসলাম,কছিমুদ্দিন,নাইমুল,শহিদুল,রাব্বানি,মোসলেম,বুলু,নয়ন,রাজু,মনিরুল,শরিফ,মতিবরসহ অজ্ঞাতনামা আরো অনেকেই ছিলেন।

সরেজমিনে গিয়ে সুরুজ্জান বেগমের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, এসময় বাসার ভিতরে থাকা সব কিছু পুড়ে যায়। এবং গরু বিক্রি করা ১লাখ ৮০ হাজার টাকা ও লোন তোলা ১লাখ টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।