গাইবান্ধা জেলার সদর থানা এলাকা হতে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

শেরার করুন

বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৯/০৩/২০২৫ তারিখ আনুমানিক রাত্রী ২৩.২৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কর্তৃক মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার সদর থানাধীন পৌরসভার ০১ নং ওয়ার্ড এর অর্ন্তগত স্টেশন রোড সাকিনস্থ গাইবান্ধা রেলওয়ে স্টেশন হতে পৌরপার্ক গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে জনৈক আলমগীর কবির বাদল এর সোহাগ বোডিং নামক আবাসিক হোটেলের ১৭ নং রুমে তল্লাশী করে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হানিফ (৩০), পিতা-মৃত নুরুজ্জামান, সাং-খোচাবাড়ী( ০৪নং ওয়ার্ড), থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, ২। ছামিউল হক(৩২), পিতা- এনামুল হক , সাং- পশ্চিম ফুলমতি(নাওডাঙ্গা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম, ৩। মোঃ লিমন ইসলাম(২০), পিতা- মোঃ দুলাল মিয়া, সাং- পশ্চিম ফুলমতি(নাওডাঙ্গা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।