
মোঃ নুরুজ্জামান আহমেদ
দৈনিক বৈষম্যমুক্ত উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার সদর থানার সুযোগ্য পুলিশ অফিসার মোঃ নুরনবী (ওছি) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গত কাল ১৭/০৩/২০২৫ ইং তারিখ রোজ-সোমবার ভোর ০৪.৩০ ঘটিকায় লালমনিরহাট থানাধীন কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে কুলাঘাট টু বড়বাড়ি গামী পাকা রাস্তার উপর গোপন তথ্যের ভিত্তিতে একটি ঢাকা মেট্টো-চ ১২১৬৪৮ নোহা মাইক্রোবাস জব্দ করেন।
জব্দকৃত ঢাকা মেট্টো-চ ১২১৬৪৮ নোহা মাইক্রোবাসে ১ টি ৭.৬(২) ম্যাড ইন ইউ এস এ পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন
মাইক্রোবাসে অবস্থানরত চালক সহ নিম্নক্ত নাম ১। জুয়েল(২৮), পিতা- নওশের আলী, সাং- বাংগালা, থানা- ধামরাই, জেলা- ঢাকা, ২। লিটন হালদার(২৭), পিতা সুদেব হালদার, সাং- ছোট শাকরাইল, ৩। মোঃ আসলাম(৩৫), পিতা- আজিজ, সাং- খালিশা, উভয় থানা- শিবালয়, জেলা- মানিকগন্জকে দোষী স্বাব্যস্থ্য করে ১ টি অস্ত্র মামলা ও মাদকদ্রব্য আইনে আসমী করতঃ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।