
মো: সাদমান সাকিব
উল্লাপাড়া(সিরাজগঞ্জ)
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টায় উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো ঘুরে গুলিস্তান মোড়ে এসে শেষ হয়।
উক্ত র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন শ্রমিক কল্যান ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী বলেন, অনতিবিলম্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকরা সব সময় অবহেলিত। শ্রমিকের ঘাড়ে পা রেখে অনেকেই ভাগ্য পরিবর্তন করেছেন কিন্তু শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়নি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ব্যাতিরেখে শ্রমিকের ভাগ্যের পরির্বতন অসম্ভব।
শ্রমিকদের ন্যায্য মূল্য পরিশোধ, বেতন ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। ফ্যাসিবাদ হটাও আন্দোলনে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে অনেকেই নিহত হয়েছে, অসংখ্য শ্রমিক পঙ্গুত্ববরণ করেছে। দেশের ক্লান্তি লগ্নে শ্রমিকেরা বারবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে যার প্রমান ৫ ই আগস্ট। শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকদের অবমূল্যায়ন করে দেশের অর্থনীতি কখনোই সমৃদ্ধ করা সম্ভব না।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার উপদেষ্টা খায়রুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সহকারী সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিন, অফিস সম্পাদক আল-আমিন হোসেন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।