
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গুনাহার ইউনিয়নের পুকুরগাছা সাখিদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুর রউফ ওরফে রিপন (৪২), পুকুরগাছা সাখিদারপাড়ার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, রিপন দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করতেন।
এছাড়া, ডাক্তারি ডিগ্রি না থাকলেও নিজের নামের সঙ্গে ‘ডা.’ লিখে ভুয়া সিল ও প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করে সাধারণ রোগীদের চিকিৎসা দিতেন। এতে অনেকেই প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করলে রিপন পালানোর চেষ্টা করে। তবে যৌথ বাহিনী তাৎক্ষণিকভাবে তাকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও ডাক্তারি সিল প্যাড উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুপচাঁচিয়া থানার এসআই এরশাদ আলী বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার (২ মে) আটককৃত রিপনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।