সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যুতে জামায়াত নেতার শোক।

শেরার করুন

মো: সাদমান সাকিব

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সড়ক দূর্ঘনায় হামিদা পাইলট কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ইসরাত জাহান গতকাল বিকালে বোয়ালিয়া কবরস্থানের কাছে মারাত্বক ভাবে আহত হয়,তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সে ইন্তেকাল করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন),১২ মে হতে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

ইসরাত জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী। তিনি বলেন ইসরাত জাহানের মৃত্যুতে উল্লাপাড়ার শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।