
দুপচাঁচিয়া বগুড়ার প্রতিনিধি.
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি মহাশ্মশান পরিদর্শন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার। রোববার (তারিখ উল্লেখ করুন) দুপুরে তিনি শ্মশান এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভুমি), বিশিষ্ট ব্যবসায়ী মন্টু বসাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মহাশ্মশান হলো সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ একটি স্থান, যার উন্নয়ন ও সংস্কার কাজেও সরকারি সহযোগিতা থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ শ্মশানের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি উত্থাপন করলে তিনি তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, কালীবাড়ি মহাশ্মশান দীর্ঘদিন ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ শ্মশান হিসেবে পরিচিত। তবে বর্তমানে স্থানটির পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।